নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় সীমানা বিরোধের জের ধরে হিন্দু পরিবারের উভয়পক্ষের মহিলাসহ ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গেল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হরিচন্দ্র দাস (৫০) এর দালান নির্মাণ কাজে বাধা দিতে গেলে তারই ভাতিজা স্বপন চন্দ্র দাসের উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন লক্ষ্মী রানী দাস (৫০), নিপা রানী দাস (২২), সুজন চন্দ্র দাস (৩১), স্বপন চন্দ্র দাস (৩৪) ও হরিচন্দ্র দাস (৫০)। তারা প্রত্যেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় গজারিয়া থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত স্বপন চন্দ্র দাস জানান, আদালতে মামলা থাকা সত্ত্বেও আমার বাসায় যাওয়ার রাস্তা বন্ধ করে বিল্ডিং নির্মাণ কাজ করছে আমার চাচা, বুঝের মাধ্যমে তাকে বাধা দিতে গেলে তারা সকলে মিলে আমাদেরকে মারধর করে আমার মাকে রক্তাক্ত করে।
হরিচন্দ্র দাসের স্ত্রী সুচিত্রা রানী দাস বলেন, এই জায়গা নিয়ে একাধিকবার পঞ্চায়েতে বিচার হয়েছে। বিচারকরা যে রায় দিয়েছে আমরা সেই মোতাবেক কাজ করছিলাম। তারা আমার স্বামীর হাত ও দাঁত ভেঙে ফেলেছে। আমাদের দেয়াল ভেঙেছে, মারতে এসে নিজেরাই ব্যথা পেয়েছে।
প্রত্যক্ষদর্শী, ওই এলাকার জহর লাল দাস, রঞ্জিত চন্দ্র দাস, রওশন আরা বলেন, আমিন দিয়ে একাধিকবার এই সীমানা নির্ধারণ করা হয়েছে। এতে স্বপন চন্দ্র দাসের দালানের ৭ ফিট হরিচন্দ্র দাসের জায়গায় পড়ে। পঞ্চায়েতে স্বপন চন্দ্র দাসকে জায়গা ছাড়ার সময়সীমা বেঁধে দেন। স্বপন চন্দ্র দাস জায়গা না ছেড়ে আদালতে মামলা করেন এবং ওই সময় অতিক্রম হওয়ার পর হরিচন্দ্র দাস তার দালান নির্মাণ কাজ করতে গেলে উভয়পক্ষের সংঘর্ষ বাধে।
এ বিষয়ে গজারিয়া থানার এএসআই জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয়পক্ষ অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।