নিজস্ব প্রতিবেদক
জাতীয় দৈনিক এশিয়া বাণী ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজ এর গজারিয়া প্রতিনিধি সাংবাদিক সামছুজ্জামান রিপন মোল্লার মা মোসা. ছালেমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমা মোসা. ছালেমা বেগম (৬৫) গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের বোরহান উদ্দিন মোল্লার স্ত্রী। গতকাল শনিবার সকাল ৯টায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর পুরান বাউশিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার জানাজায় গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিনসহ স্থানীয় ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এদিকে তার মৃত্যুতে গজারিয়া প্রেসক্লাব ও স্থানীয় সংবাদকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মরহুমা মোসাঃ ছালেমা বেগম দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন এর বড় ভাইয়ের সহধর্মিণী।
গজারিয়ায় সাংবাদিক রিপন মোল্লার মা আর নেই, দাফন সম্পন্ন
আগের পোস্ট