নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলায় গজারিয়া প্রেসক্লাব এর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে ভবেরচর এলাকায় গজারিয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন এর সভাপতিত্বে স্থানীয় উপস্থিত সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল জিইডি প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ। পিপিই বিতরণকালে প্রধান অতিথি জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গজারিয়াসহ সারাদেশে আতঙ্কের পাশাপাশি দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। সঠিক সংবাদ সংগ্রহে সংবাদকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিজেদের নিরাপদে রাখতে পিপিই পোষাক, মাস্ক সংবাদকর্মীদের আবশ্যক বলে তিনি মন্তব্য করেন।
গজারিয়ায় সাংবাদিকদের পিপিই বিতরণ
আগের পোস্ট