নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে মুন্সীগঞ্জের গজারিয়ায় সৌদি প্রবাসী বৃদ্ধ শ্বশুরের বাড়িসহ ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছে মেয়ে ও মেয়ের জামাই। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। এর মধ্যে এলাকাছাড়া করার জন্য তার মেয়ের জামাই সন্ত্রাসী দিয়ে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে তাদের। এই অবস্থায় জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সৌদি ফেরত শ্বশুর গিয়াসউদ্দিন মিয়া।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে সংবাদ সম্মেলন করে তার মেয়ে ও মেয়ের জামাইয়ের লোমহর্ষক ঘটনার বর্ণনা তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্যে গিয়াস উদ্দিন মিয়া বলেন, দুই ছেলে ও এক মেয়ে তার। এর মধ্যে মেয়ে মৌরিন আফরিন রানী ও তার স্বামী মাহবুব আলম মনির জমি ক্রয়ের নামে ৩২ লাখ টাকা নেয়। পরে ক্রয় করা জমিতে ভবন নির্মাণ করার জন্য ৭০ লাখ টাকা নেয়। এছাড়া বিভিন্ন সময় বিদেশ থেকে পাঠানো আরো ৭৩ লাখ টাকাসহ মোট ১ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন তারা। মেয়ে ও তার জামাইয়ের প্রতারণায় সব হারিয়ে এখন তিনি নিঃস্ব।
অভিযোগ করে তিনি আরও বলেন, টাকা ও সম্পদ ফিরিয়ে দিতে বলার পর থেকে এলাকাছাড়া করার জন্য তার মেয়ের জামাই সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছি। এতে ক্ষুব্ধ হয়ে বর্তমানে নানাভাবে হুমকি দিচ্ছে তার মেয়ের জামাই।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত মেয়ের জামাই মাহবুব আলম মনির বলেন, আমার শ্বশুর-শাশুড়ি আমাদের বিরুদ্ধে ঢালাওভাবে যেসব অভিযোগ করছেন, তা সঠিক নয়।