নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী মহিউদ্দিনসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ৫ মিনিট হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত গজারিয়া উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিএম রাশেদুল ইসলাম এর উপস্থিতিতে গজারিয়া থানাধীন চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসামী মোঃ সুজন (৪৪) পিতা- মোঃ শাহজাহান, সাং- জামালদী থানা: গজারিয়া জেলা- মুন্সীগঞ্জকে গাঁজাসহ আটকপূর্বক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন।
অপর আরেক অভিযানে গোপন সংবাদ মোতাবেক সকাল ১০টা ৪৫ মিনিট হতে দুপুর আড়াইটা পর্যন্ত গজারিয়া উপজেলার বিভিন্ন জায়গায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গজারিয়া থানাধীন চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামস্থ অভিযুক্ত আসামীদ্বয় (১) মোঃ মহিউদ্দিন ব্যাপারী (৪০) পিতা- মৃত আব্দুল মোতালেব ব্যাপারী এবং তার বড় ভাই (২) মোঃ মোয়াজ্জেম হোসেন ব্যাপারী (৫০) পিতা- মৃত আব্দুল মোতালেব ব্যাপারী উভয়ই সাং- চর বাউশিয়া মধ্যমকান্দি থানা: গজারিয়া, জেলা: মুন্সীগঞ্জ এদের দখল হতে ৪ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রিত বাংলাদেশী টাকা বিভিন্ন মানের নোট ২ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধারপূর্বক গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে গজারিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গজারিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী মহিউদ্দিনসহ আটক ৩
আগের পোস্ট