নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় তেতৈতলা আল আমিন মাদ্রাসার উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি আনোয়ার সিমেন্টসহ একাধিক শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ্ব আনোয়ার হোসেন এর মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ যোহর উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা আল আমিন মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা ফয়েজ উল্লাহর তত্ত্বাবধানে দিনব্যাপী কোরআন খতম শেষে মাদ্রাসার ছাত্র/শিক্ষকদের নিয়ে বিশেষ দোয়া করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ার সিমেন্ট লিঃ এর সিও মোঃ আনিসুজ্জামান, সিনিয়র এডমিন ম্যানেজার আলহাজ্ব সামছুল হক, মাওলানা মইনুল ইসলাম প্রমুখ। মাহফিলে স্বপ্নবান শিল্প উদ্যোক্তা মরহুম আনোয়ার হোসেন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। পরিশেষে অতিথিবৃন্দ নির্মাণাধীন আল আমিন মাদ্রাসার নতুন ভবন ঘুরে দেখেন এবং নির্মাণ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন।
গজারিয়ায় শিল্প উদ্যোক্তা আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন
আগের পোস্ট