নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি-২০২২ইং ও দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সারাদেশের ন্যায় গজারিয়া উপজেলায়ও বিপুল উৎসাহ উদ্দীপনায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ২টি কেন্দ্র ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় ও গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুইটি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশগ্রহণকরী ছাত্র-ছাত্রী ছিল মোট ২ হাজার ১৭৬ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ২০ জন। উপজেলার একটি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার্থী ছিল ২০৪ জন, অনুপস্থিত ছিল ৬ জন। এছাড়াও একটি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০ জন।
সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে আগামী দিনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অভিভাবকদের আরো বেশি সচেতনতা আশা করি।