নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় র্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা এবং ১টি কাভার্ড ভ্যানসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকাল আনুমানিক ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের কুতুবিয়া কনভেনশন সেন্টারের সামনে অস্থায়ী চেক পোস্টে ঢাকা-মে-ট ২২-৪১১৫ ক্যাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে আসামী ১. মোঃ মনির হোসেন (২৮), পিতা : মৃত ছেরু মিয়া, সাং-জুলাইকুরিয়া, থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা ২. রাজা মিয়া, পিতা : মৃত মজিবুল হক, সাং- চরলতা, থানা- রামগতি, জেলা- লক্ষীপুরা ও ৩. মিরাজ হোসেন, পিতা : অলিউর রহমান, গ্রাম- কাঁঠালিয়া, থানা ও জেলা- ভোলাকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ক্যাভার্ড ভ্যানটিও আটক করা হয়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন জানান, র্যাব জব্দকৃত গাঁজা, কাভার্ড ভ্যানসহ গ্রেফতারকৃত ৩ আসামীকে হস্তান্তর করেছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হবে।
গজারিয়ায় র্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আগের পোস্ট