নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ার বীর মুক্তিযোদ্ধা জামসেদ প্রধান (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলীর মৃত্যুতে রাষ্ট্রপক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি কায়সার। রাষ্ট্রীয় গার্ড অব অনার জানান গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, গজারিয়া থানা পুলিশের ওসি (অপারেশন) মোঃ আজাদুর রহমান, পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন প্রমুখ। পরে দৌলতপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে গ্রামের সামাজিক কবরস্থানে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে দাফন করা হয়।