নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় চর বাউশিয়া পশ্চিমকান্দি যুব সমাজের উদ্যোগে গতকাল বুধবার দুপুর ২ টায় পশ্চিমকান্দির মাঠে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণের মূল আয়োজক বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান ও ইউপি সদস্য মামুন মেম্বার জানান, পবিত্র মাহে রমজান মাস সামনে থাকায় খাদ্যসামগ্রীর প্যাকেটগুলোতে অন্যান্য খাদ্যদ্রব্যের সাথে ইফতারের নানা প্রকার সরঞ্জাম দিয়ে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেকে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে এসব খাদ্য নিয়ে গেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আরাসহ অনেকে।
গজারিয়ায় যুব সমাজের উদ্যোগে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আগের পোস্ট