নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামে বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলশিক্ষার্থীসহ তার মা ও বাবাকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- দিনমজুর কামাল হোসেন (৪৫), তার স্ত্রী রিনা বেগম ও মেয়ে রিয়া আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গেল সোমবার দুপুরে ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর বাবা কামাল হোসেন গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। হাসপাতালে চিকিৎসাধীন রিয়া আক্তার বলেন, তাসিন বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে কুপ্রস্তাব দিতে থাকে। একপর্যায়ে বিরক্ত হয়ে ঘটনাটি আমার মাকে জানাই। মা এর প্রতিবাদস্বরূপ তাকে (তাসিন) বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করে। আর এতেই সে ক্ষুব্ধ হয়ে ভাড়া করে লোকজন এনে আমার মা, বাবা ও আমার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আমাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর, স্টিলের আলমারিতে থাকা নগদ অর্থ ও আমার মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুজ্জামান খান জিতু। এসময় তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
গজারিয়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে পিটিয়ে আহত
আগের পোস্ট