নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচরে ‘পরিবেশবান্ধব সমাজ চাই’ সংগঠনের উদ্যোগে মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকায় বড়ইকান্দি ভাটেরচর গ্রামের পরিবেশবান্ধব সমাজ চাই ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিন্টু খন্দকার, ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একাত্তর টিভি গজারিয়া সংবাদদাতা শাহাদাত হোসেন সায়মন, বিশিষ্ট ব্যবসায়ী রমজান হোসেন মোল্লা, সোলায়মান মোল্লা, আবুল হোসেন বাবু, জহিরুল, মহিউদ্দিন, বিল্লাল খন্দকার প্রমুখ। গত ৫/৬ বছর যাবৎ গ্রামের যুবকদের নিয়ে পরিবেশবান্ধব সমাজ চাই ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশে রাতে এই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। এলাকার সকল শ্রেণি পেশার মানুষ খেলাটি উপভোগ করে আসছে। খেলায় এফসি দল একুশ ৩-২ গোলের ব্যবধানে এফসি একাত্তরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রিফাত। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নাদিমকে পুরস্কৃত করা হয়।