নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা মৎস্য অফিসার ইকবাল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা প্রমুখ। সভায় বক্তারা বলেন, নির্দিষ্ট সময়ে ইলিশের বংশবিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এসময় মা ইলিশ শিকার করলে পরবর্তী সময়ে ইলিশের সংকট দেখা দেয়। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।
এসময় কোস্টগার্ড সদস্য, জেলে ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।