নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার জামালদী বাসষ্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে হাজী জিন্নাত আলী মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গতকাল সোমবার সোয়া ৪টার দিকে হাজী জিন্নাত আলী মার্কেটের টিনশেড অংশ থেকে ধোঁয়ার কুন্ডলী দেখতে পান নাইট গার্ড। তাদের চিৎকারে সেহেরি খাওয়া শেষ করে বাসার বারান্দায় এসে দাঁড়িয়েছিল ডাঃ আব্দুর রহমান। তিনি জানান, চোখের সামনে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন লেগে গেল। আমরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিস অফিসে ফোন দেই। লন্ড্রীর দোকান থেকে একে একে দু’পাশে আগুনটা ছড়িয়ে যায়,। চোখের সামনে মাংসের দোকান, মুরগির দোকান, লন্ড্রীর দোকান, মোবাইল সার্ভিসিং, সেলুন, মুচি, ফলের আর মুদি দোকানটা পুড়তে লাগলো। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুতই ঘটনাস্থলে আসে। লকডাউনের কারণে গত কয়েকদিন যাবৎ দোকান-মার্কেটে রাতে লোকজন থাকে না। আবার ছিল সেহেরির সময় তাই অগ্নিকান্ডের সময় লোকজনের উপস্থিতি ছিল কম। অগ্নিকান্ডের ধরন দেখে ক্ষতিগ্রস্তদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকান্ড ঘটেছে। এ বিষয়ে গজারিয়া ষ্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, আমরা ৪টা ২২ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে সাড়ে ৪টার মধ্যেই উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আনুমানিক ১ ঘন্টায় আগুন নিভাতে সফল হই। প্রাথমিকভাবে যা বুঝেছি তাতে মনে হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। দোকান মালিক ও ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানা যায়, আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। মোবাইল সার্ভিসিংয়ের দোকানের মালিক আবুল কাশেম জানান, আমার রুটি-রুজির একমাত্র পথ ছিল এই দোকানটা। এই মুহূর্তে তাও শেষ। প্রতিটি দোকানই ছিল এক একটা পরিবারের আয়ের উৎস।
গজারিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই একাধিক দোকান
আগের পোস্ট