নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঔষধ ও কসমেটিকস বিক্রয়কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ৬টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ভবেরচর বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ফার্মেসী ও কসমেটিকসের দোকানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী মাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। এসময় তিনি ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও কসমেটিক জব্দ করা হয়।
গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষার্থীবৃন্দ ও উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিযুক্ত সেনাবাহিনীর একটি টিম।