নিজস্ব প্রতিবেদক
“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। কোন প্রকার নগদ লেনদেন ও ভোগান্তি ছাড়াই সম্পূর্ণ অনলাইনভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে।
গতকাল শনিবার গজারিয়া উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। পরে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সার, উপজেলা ভূমি অফিসের কানুনগো মোসলেম উদ্দিন, সার্ভেয়ার কামাল হোসেন, নাজির কাম ক্যাশিয়ার শরিফ হোসেন প্রমুখ।
গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সার বলেন, ভূমি সেবা সপ্তাহে জনগণকে যে সকল সেবা দেওয়া হবে তা হলো অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়কে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো। ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান। নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। অনলাইনে আবেদনকৃত মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠপর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল, নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তর। চলমান এ কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য বিষয়টি পত্র-পত্রিকায় প্রকাশ করে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সহযোগিতা করার জন্য স্থানীয় গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন তিনি।
গজারিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
আগের পোস্ট