নিজস্ব প্রতিবেদক
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” – এই স্লোগানকে সামনে রেখে গজারিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে গজারিয়ায় সোনালী মার্কেটস্থ উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ফিতা কেটে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২১ইং উপলক্ষ্যে জনসাধারণ ১. ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে রেজিষ্ট্রেশন ২. ই-নামজারির আবেদন ৩. খাস জমির বন্দোবস্তের আবেদন ৪. ভূমিহীনদের মাঝে বন্দোবস্তকৃত জমির দলিল হস্তান্তর ৫. ডিসিআর ও খতিয়ান প্রদান/ভিপি নরায়ন এর আবেদনসহ বিবিধ সেবা গ্রহণ করতে পারবেন। আরো জানা যায়, আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতিবছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।
গজারিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত
আগের পোস্ট