নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ঈদগাহ ও গোরস্থান কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভবেরচর ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটগ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ৩৯৭, মোট ভোট কাস্ট হয়েছে ২৯৪। সভাপতি নির্বাচিত হন আলিনুর চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহাবুব আলম শাহিন। কোষাধ্যক্ষ পদে আপত্তি থাকায় তা স্থগিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।