নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৩নং টেঙ্গারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিশদ্রোন ভাটেরচরে নবনির্বাচিত মেম্বার মোঃ মোকাম্মেল হক তার নিজ উদ্যোগে জলাবদ্ধতা দূর করে জনগণের সুবিধার্থে পানি নিষ্কাশন ব্যবস্থা করেছেন। মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩নং টেঙ্গারচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিশদ্রোন ভাটেরচরের রাস্তাটার খুবই বেহাল অবস্থা। পানি নিষ্কাশনের কোন ড্রেন না থাকাতে অতি সাধারণ বৃষ্টিতেই ওখানে তৈরি হয়ে যায় হাঁটু সমান পানি। রাস্তাটা পরিণত হয়ে যায় ছোট্ট একটা নালায়। দুর্বিষহ নানা দুর্ঘটনায় পড়তে হয় ওই গ্রামের জনগণের। জনগণের যেকোনো ক্রান্তিকালে পাশে থাকার অঙ্গীকার করেছিলেন গ্রামের নবনির্বাচিত ইঞ্জিনিয়ার মোঃ মোকাম্মেল হক। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নিজের প্রতিশ্রুতি পূরণ করার জন্য নির্বাচিত হওয়ার পর থেকেই নিজের উদ্যোগে ৮নং ওয়ার্ডের বিশদ্রোন ভাটেরচর গ্রামকে একটি মডেল ইউনিয়নে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনদরদী ইঞ্জিনিয়ার মোঃ মোকাম্মেল হক।
গজারিয়ায় ব্যক্তি উদ্যোগে জলাবদ্ধতা দূর করে পানি নিষ্কাশন
আগের পোস্ট