নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে সেনাবাহিনীতে চাকরিরত ইমরান হোসেনের বিরুদ্ধে। উপজেলার টেঙ্গারচর ইউনিয়ন মিরপুর গুচ্ছ গ্রামে থাকা ফিরোজ মিয়ার মেয়ে অনিকা (১৫) একই এলাকার জহিরুল ইসলামের ছেলে সেনাবাহিনীর সদস্য ইমরানের বিরুদ্ধে গতকাল বুধবার সকালে এ অভিযোগ করেছে। অনিকা স্থানীয় সাংবাদিকদের জানান, অভিযুক্ত ইমরান দুই বছর প্রেমের সম্পর্কের জের ধরে গত শনিবার রাতে একাধিকবার মোবাইলে আজই দুইজনের বিয়ে সম্পন্ন হবে প্রলোভন দেখিয়ে ঘরের বাইরে এনেছে। রাত ১১টায় ঘরের বাহিরে রাস্তার পাশে হুমায়ন মিয়ার বন্ধ দোকানের পিছনে ইমরান তাকে ধর্ষণ করে। এ ঘটনায় এলাকার ইউসুফ (৩০), জামাল মোল্লা (৪৫) তাকে অভিযুক্ত ইমরানের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের উপস্থিতিতে ছেলের বাবা এবং মাকে ঘটনা জানানো হয়। তখনই আমার মোবাইলে ধারণ করে রাখা বিভিন্ন সমেয়র কথা ঐ রাতের মোবাইল রেকর্ড করা প্রমাণ দেখাই। পরের দিন সকালে উভয়ের বিয়ে সম্পন্ন করা হবে জানিয়ে রাতেই আমাকে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়। সকালে ইমরান মোবাইল নম্বর পরিবর্তন করে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। তার বাবা মা বিয়ের প্রস্তাব অস্বীকার করে জানায় এটা ছেলের বিষয়। শুক্রবার রাতে ইউপি সদস্য মোহাম্মদ আলীর উপস্থিতিতে চেয়ারম্যান সালাউদ্দিনের কাছে বিচার দেয়া হয়েছে। ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, গত শনিবার রাতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে শুক্রবার রাতে চেয়ারম্যানের উপস্থিতিতে তা প্রমাণের সত্যতা পাওয়া গেছে। ইউসুফ জানান, ঘটনার দিন রাত ১১টায় হুমায়নের বন্ধ দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় অনিকা, হৃদয় ও ইমরানকে একসাথে দেখতে পায়। ইউসুফকে দেখে দুই জন পালিয়ে যায়। অনিকা দাঁড়িয়ে থেকে জানায়, ইমরান বিয়ের প্রলোভন দেখিয়ে ঘরের বাইরে এনেছে। এসময় তারা অসামাজিক কাজ করেছে। তখন ইউসুফ এলাকার জামাল মোল্লাসহ মেয়েকে নিয়ে ছেলের বাবা জহিরুল ইসলামের বাড়িতে যায়। জামাল মোল্লা একই কথা স্বীকার করেছেন। অভিযুক্ত ছেলের বাবা জহিরুল ইসলাম প্রথমে ছেলের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। পরে ইউসুফ ও জামাল মোল্লার উপস্থিতিতে ঘটনার সাথে জড়িত ছেলে ইমরান স্বীকার করে সমাজের বিচার মেনে নেওয়া হবে বলে জানান। ইউপি চেয়ারম্যান এস এম সালাউদ্দিন জানান, ঘটনার কয়েকদিন পরে গত মঙ্গলবার রাতে মেয়ে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে।
গজারিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ সেনাবাহিনীর সদস্য ইমরানের বিরুদ্ধে
আগের পোস্ট