নিজস্ব প্রতিবেদক
গজারিয়ার বাউশিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ। গতকাল মঙ্গলবার দুপুর ৩টায় মধ্য বাউশিয়া বাজারস্থ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে তিনি এসে পৌঁছান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান ও ইউনিয়ন পরিষদের মেম্বারগণ। পরে তিনি বাউশিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনে দাপ্তরিক কাজ শেষ করে ইউনিয়ন পরিষদের জন্য স্থায়ী ভবন বিষয়ক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে পোড়াচক বাউশিয়া, পূর্ব নয়াকান্দি সড়ক, আব্দুল হাকিম মেম্বারের বাড়ি সংলগ্ন সড়ক ও বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় নির্মিত ভাস্কর্য পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউপি সচিব মোঃ সুমন মিয়া, ইউপি সদস্য আল মামুন প্রধান, আব্দুল হাকিম, এবাদুল্লাহ, মোঃ হান্নান হোসেন, মোঃ ডালিম মিয়া, মোঃ সালাউদ্দিন, মোঃ মায়া আক্তার, হালিমা খাতুনসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।