নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং মুন্সীগঞ্জ জেলার ৫ বারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বালুয়াকান্দি এলাকায় অবস্থিত মেঘনা ভিলেজ পার্কে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক উল্লাহ ফরিদ, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য আ.ক.ম মোজাম্মেল হক, যুবদলের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সভাপতি মুজিবর রহমান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী প্রমুখ।
আয়োজিত মাহফিলে রমজানের পবিত্রতা রক্ষা করা নিয়ে বয়ান ও মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুকী।
গজারিয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
আগের পোস্ট