নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাত্র ৫ হাজার টাকা বাড়িভাড়া পরিশোধ করতে না পারায় দুই সন্তানের জননী সুইটি বেগম (২৫) কে মারধরের অভিযোগ উঠেছে বাড়িওয়ালা মো. সেলিম মিয়ার বিরুদ্ধে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম মিয়া ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সুইটি বেগম জানান, আমার স্বামী মাহফুজুল হক একজন বাসচালক। করোনাকালীন লকডাউনে বাস চলাচল বন্ধ থাকায় বাড়িভাড়া দিতে সাময়িক অসুবিধার মুখে পড়ে আমার স্বামী। কিন্তু বাড়িওয়ালা এসব অজুহাত শুনতে অপারগতা জানিয়ে আমাকে মারধর করে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকিও দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর যাবৎ ঐ বাড়িতে ভাড়া থাকত বাসচালকের পরিবার। এ বিষয়ে ভুক্তভোগী গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। গজারিয়া থানার ইন্সপেক্টর তদন্ত তানভীর হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।