নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় “দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” – প্রতিপাদ্য নিয়ে ভবেরচরস্থ উপজেলা ফায়ার স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উপলক্ষে কুচকাওয়াজ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জাতীয় পতাকা ও ফায়ার স্টেশন কমান্ডার রিফাত মল্লিক ফায়ার সার্ভিসের বিভাগীয় পতাকা উত্তোলন করেন। পরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা ফায়ার স্টেশনের আঙিনা ও ভবন রঙিন পতাকা, ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়। ফায়ার স্টেশনের গাড়ি পাম্প, অগ্নি নির্বাপণ ও উদ্ধার সরঞ্জামাদি প্রদর্শন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল, কলেজ, হাট, বাজার, শিল্প প্রতিষ্ঠান বিপণিবিতান, শপিং মলসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, মহড়া প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।