নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাউশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টেকপাড়া গ্রামের ব্রাইট মডেল স্কুল সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আহমেদ নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ উত্তম কুমার কবিরাজ, কৃষি অফিসার শান্তা ইসলাম নওরিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নাছির উদ্দিন, ইউপি সদস্য মোঃ কামাল মিয়া, ব্রাইট মডেল স্কুল এর অধ্যক্ষ মোঃ আক্কাস মোল্লা প্রমুখ। এসময় অতিথিবৃন্দ উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে নিরাপদ ফসল প্রাপ্তিতে যথাযথ সময় আগাছা দমন ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষা করার বিভিন্ন কৌশল ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
গজারিয়ায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত
আগের পোস্ট