মুকবুল হোসেন, গজারিয়া প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় এস এস সি ফরমপূরণে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগসহ নিয়ম বৈষম্যের শিকার শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন পালিত।
বৃহস্পতিবার সকালে উপজেলার বালুয়াকান্দি ডঃ আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের এস এস সি পরীক্ষার ফরমপূরণে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা নেয়ার অভিযোগসহ নানা অনিয়মের বৈষম্যের শিকার শিক্ষার্থী ও অভিভাবকরা সুষ্ঠু বিচারের দাবীতে একই বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন।
ফরমপূরণে অকৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে রিনা বেগম, ছনিয়া, রিনা আক্তারসহ ১০ থেকে ১৫ জন অভিযোগ করে জানান, ৫ থেকে ৬ বিষয় অকৃতকার্য শিক্ষার্থীদের নিকট ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে ফরমপূরণ করেছে। আমাদের ছেলেমেয়েরা ৩ থেকে ৪ বিষয় অকৃতকার্য হয়েছে। তাদেরকে না নিয়ে টাকার বানিজ্য এবং স্বজনপ্রীতি করেছে স্কুল শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি। একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, ৫ থেকে ৬ বিষয় ফেল শিক্ষার্থীকে নেয়া হয়েছে। অতিরিক্ত বেশী টাকা নেয়া এবং কতজন শিক্ষার্থী কিভাবে নিয়েছেন তা কমিটির লোক জানেন।
প্রধান শিক্ষক মোঃ বশির উল্লাহ অতিরিক্ত টাকা নেয়ার কথা অস্বীকার করে জানান, ৫ থেকে ৬ বিষয় ফেল করা শিক্ষার্থীর ফরমপূরণ করা হয়েছে বিষয়টি রেজিষ্ট্রার দেখে বলা যাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন জানান, অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি অবগত নেই। অনিয়ম রোধে বারবার সতর্ক নোটিশ দেয়া হয়েছে। স্কুল ব্যবস্থাপনা কমিটি অনিয়ম করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।