নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস কক্ষে ৩টি বিষয়ের উপর বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও প্রাণিসম্পদ উন্নয়ন ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলার ৮টি ইউনিয়নের মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ সেবা প্রদানকারীগণ। আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ দফতর প্রাঙ্গণে মাঠে উপজেলা ৮টি ইউনিয়নের মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ সেবা প্রদানকারীগণদের মাঝে ৭ জনকে (এলএসপি) বাইসাইকেল এবং ১টি মটরস্কুটি দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম জানান, উপজেলায় ৮ জন এলএসপি নিয়োগ করা হয়েছে। এরা এই বাহকটি ব্যবহার করে নিজ নিজ ইউনিয়নে খামারীদের খোঁজখবর, পরামর্শ, ফার্মের প্রাণিসম্পদের উন্নয়ন করতে সার্বক্ষণিক সহযোগিতা করবেন।