আমিরুল ইসলাম নয়ন : মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের দুই দিনব্যাপী বর্ষবরণের সকালের শুরুতেই জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘এসো হে বৈশাখ এসো হে’ -এই স্লোগানে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বিকালে মনোজ্ঞ লোকজ সংস্কৃতিক উৎসব, গ্রামীণ ঐতিহ্য পুতুল নাচ, সাপের খেলা, বানরের খেলা ও দুই দিনব্যাপী লোকজ গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল আলম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিক উল্লাহ ফরিদ, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম রনি মাস্টার। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় বিএনপির বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মনোরম পরিবেশে নিজ নিজ উদ্যোগে স্থানীয় শিল্পীদের ও গজারিয়া উপজেলায় ছাত্রদলের সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মাহাতি ইসলাম বাবু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ভবেরচর বাজারে বিএনপির পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।
গজারিয়ায় প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে বর্ষবরণ পালিত
আগের পোস্ট