নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৫) ও শ্যালক শাহেদ প্রধানকে (২৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ খন্দকার আরশাদ কবির।
জানা গেছে, জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের আব্দুল বাতেনের পরিবারের সাথে প্রতিবেশী মামুন গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার হামলা এবং পাল্টা হামলার ঘটনাও ঘটে।
সর্বশেষ গতকাল শনিবার সকাল ৯টার দিকে আব্দুল বাতেনের ছেলে রবিউল ইসলামের বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় রবিউলকে কুপিয়ে জখম করে। হামলাকারীদের বাধা দিতে গেলে তার স্ত্রী সোনিয়া আক্তার এবং শ্যালক শাহেদকে মারধর করা হয়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে হামলাকারী প্রতিবেশী মামুনের মুঠোফোন একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
গজারিয়া থানার ওসি মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।