নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলায় একটি পেপার মিলের তরল বর্জ্যে স্থানীয় কাজলী নদীর পানি দূষণের কবলে পড়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, একসময় মেঘনা নদীর শাখা কাজলী নদীর পানি অনেক স্বচ্ছ ছিল। নদীকে ঘিরে মানুষের জীবন জীবিকা নির্বাহ হতো। এখন নদীর তীরবর্তী আনারপুরা এলাকায় অবস্থিত পাইওনিয়ার পেপার বোর্ড মিলের বিরামহীনভাবে ফেলা তরল বর্জ্য নদীর পানিকে দূষণের চরম মাত্রায় পৌঁছে দিয়েছে। ভিটিকান্দি গ্রামের কবির হোসেন বলেন, আগে আমরা এই নদীতে গোসল করতাম। এখন পানি ভালো না। পাইওনিয়ার পেপার মিলের পঁচা পানিতে নদীর পানি খারাপ হয়েছে। ভিটিকান্দি এলাকার বাসিন্দা শিরিন আক্তার বলেন, পেপার মিলের নদীতে অবিরত নানা রঙের পানি ফেলে। কখনো কখনো দুর্গন্ধের মতো পানিও আসে। এলাকায় পরিবেশ দূষণের পাশাপাশি ছড়িয়ে পড়ছে নানা চর্মরোগও। এদিকে নীতিমালা মেনে পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদন চলছে জানালেও সংবাদকর্মীদের কারখানায় প্রবেশ করতে দেয়নি পাইওনিয়ার পেপার মিলের কর্তৃপক্ষ। সাক্ষাতে কথাও বলেননি পাইওনিয়ার পেপার মিল মালিক কিংবা তার কোন প্রতিনিধি। পরে কয়েকদিন টানা চেষ্টা করে মুঠোফোনে কথা হয় প্রতিষ্ঠানটির প্রোডাকশন ম্যানেজার রিপনের সঙ্গে। তিনি দাবী করেন, পাইওনিয়ার পেপার মিলে ইটিপি ব্যবহার হচ্ছে। তরল বর্জ্য পরিশোধিত।