নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় পূর্বশত্রুতার জের ধরে স্বাধীন নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত স্বাধীন হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের কবির হোসেনের ছেলে। গতকাল সোমবার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের শিকিরগাঁও গ্রামে সুপার বোর্ড কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালদী নেয়ামত শুকরিয়া ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত স্বাধীন স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানায়, পূর্ব হতেই বিভিন্ন বিষয় নিয়ে একই ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের হাকিম আলীর ছেলে জুয়েলের সঙ্গে শত্রুতা চলে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে শিকিরগাঁও সুপার বোর্ড কারখানার সামনে তাকে পেয়ে জুয়েল, আমিরুল, রিপন, বাচ্চুসহ অজ্ঞাতনামা ২/৩ জন লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালদী নেয়ামত শুকরিয়া ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
এ ঘটনায় আহত স্বাধীনের বাবা মোঃ কবির হোসেন প্রতিপক্ষ জুয়েলসহ চারজনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত ২ থেকে ৩ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গজারিয়া থানার ডিউটি অফিসার সহউপ-পরিদর্শক আইরিন সিদ্দিকী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গজারিয়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে আহত
আগের পোস্ট