নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় ভ্রাম্যমাণ আদালতে নৌযানে বিভিন্ন অপরাধে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা হতে ২টা পর্যন্ত উপজেলাধীন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে মোঃ সবুজ (বাল্কহেড চালক), মোঃ জামাল হোসেন (বাল্কহেড চালক), মোঃ হাছান ফরাজী (যাত্রীবাহী লঞ্চ চালক)কে সার্ভে সনদ, চালকের সনদ না থাকায় ও ডেকে যাত্রী পরিবহন করায় অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ আইন অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড গজারিয়া ঘাঁটির একটি টিম।
গজারিয়ায় নৌযানে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড
আগের পোস্ট