নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় কাজলী নদীতে গোসল করতে নেমে আনিসা আক্তার (১০) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার পৌনে এক ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুন চর ঘাট এলাকায় গোসল করতে গিয়ে সে নদীতে ডুবে যায়। নিহত আনিসা আক্তার একই এলাকার আমির হোসেন মোল্লার মেয়ে। কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন মোল্লা।
তিনি জানান, নিহত কিশোরী হোসেন্দী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে একই এলাকার এক বান্ধবীকে নিয়ে কাজলী নদীতে গোসল করতে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পৌনে একঘণ্টা পর ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউডি মামলার প্রস্তুতি চলছে।
গজারিয়ায় নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু
আগের পোস্ট