নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলাতে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল নিরীহ পরিবহন শ্রমিক হানিফ প্রধানের স্বপ্নের ঘর। কলেজ ও স্কুলপড়ুয়া দুই কন্যা, আড়াই বছরের শিশু ছেলে নিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে।
গত শনিবার রাত ১২টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা দড়িগাঁও উকিল উদ্দিনের বড় ছেলে অতি সাধারণ পরিবহন শ্রমিক হানিফ মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। তিনি জানান, ঘটনার দিন রাত ১০টার দিকে স্ত্রী, সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে দেখেন ঘরের তিনপাশে আগুন জ্বলছে। তখন তিনি স্ত্রী, সন্তানদের নিয়ে কোনরকম প্রাণ নিয়ে বাহিরে আসতে পারলেও কোন মালপত্র বের করতে পারেননাই।
অশ্রুঝরা কন্ঠে তিনি আরো বলেন, আমি কলেজ, স্কুল পড়ুয়া দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে কর্ম করে জীবনযাপন করছি। তখন আমার সব শেষ।
স্থানীয় ইউপি সদস্য মোঃ রিটু প্রধান হতদরিদ্র শ্রমিক হানিফের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের শনাক্তের জোর দাবি জানান।
এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মোঃ রিফাত মল্লিক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভাই। বিষয়টি আমার কাছেও ঝামেলার মনে হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খাঁন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।
গজারিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে সব স্বপ্ন শেষ হলো শ্রমিক হানিফের
আগের পোস্ট