আমিরুল ইসলাম নয়ন : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্টে দুটি হায়েস মাইক্রোকারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাত প্রায় ৮টার সময় এই দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ও যান চলাচল স্বাভাবিক রাখে। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হায়েস মাইক্রোকার দুটি পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শওকত হোসেন বলেন, আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।