নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ ড্রেজারে বালু ব্যবসায়ীদের দৌড়াত্ম্য দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষ দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হলেও তারা কোথাও কোনো প্রতিকার পাচ্ছে না। সম্প্রতি অবৈধ ড্রেজারের নিষ্কাশিত পানির তোড়ে হাজারো মানুষের চলাচলের সড়ক সম্পূর্ণ ধসে গেছে। উপজেলার গজারিয়া ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজার দিয়ে জমিতে বালু ফেলার পর পানির চাপে বাঁশগাঁও-নয়ানগর সড়কের বাঁশগাঁও কবরস্থানের প্রায় দেড়শো ফুট সামনে সড়কটির ৩০ ফুট অংশ ভেঙ্গে পড়েছে। ফলে এই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে ঐ সড়ক দিয়ে চলাচলকারী পাঁচটি গ্রামের অন্তত ত্রিশ হাজার মানুষ।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ভুলু মুন্সীর এই বালু ভরাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাস্তা ঘেঁষা খালি জমিতে বালু ভরাটের পানির স্রোতে রাস্তার এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে কাদা-পানি মাড়িয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করার দাবি জানান তারা।
রাস্তা মেরামতের কাজ করা শ্রমিক হোসেন বলেন, ভুলু ভাই আমাদের রাস্তাটি মেরামত করতে বলেছেন। তিনি যাবতীয় সকল মালামাল কিনে দিয়েছেন। আমরা শুধুমাত্র তার হুকুম বাস্তবায়ন করছি। এ ব্যাপারে আমরা কিছু বলতে পারব না।
অভিযোগের ব্যাপারে ভুলু মুন্সী বলেন, ড্রেজার ব্যবসার সঙ্গে আমি জড়িত না। তাহলে ভেঙে যাওয়া সড়ক আপনি কেন সংস্কার করছেন? এমন প্রশ্নের উত্তরে ভুলু মুন্সী বলেন, ওই রাস্তা দিয়ে আমার কিছু পাথর যাবে। রাস্তা ভেঙ্গে পড়েছে, পাথর নিতে পারছি না। তাই নিজের স্বার্থে কোস্টগার্ডের সঙ্গে মিলে রাস্তাটি সংস্কার করছি।
এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি আমরা জেনেছিলাম। এরপর সেই সড়কটি সংস্কার করার জন্য স্থানীয় ইউপি সদস্যকে বলা হয়েছে। তবে বালু ভরাটের পানির কারণে রাস্তাটি ভেঙেছে এমনটা আমাদের জানা ছিল না। আমরা বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।