নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া ইউনিয়নে ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম চলমান রয়েছে।
ইউপি অফিস সূত্রে জানা যায়, দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত রোগীদের মধ্য থেকে গত দুইদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু ঘটেছে। তাই দেশব্যাপী এই কার্যক্রম চলমান। বাউশিয়া ইউনিয়নেও গত ২৪ সেপ্টেম্বর এই কার্যক্রমের উদ্বোধন হয়। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার বেলা ১১টায় বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া, মধ্য বাউশিয়া, নয়াকান্দী ও পোড়াচক বাউশিয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এবাদুল্লাহ হক। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ সুমন মিয়া, ইউপি সদস্য মোঃ হাকিম আলী দেওয়ান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পি এম শাহাদাত প্রধান প্রমুখ।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এবাদুল্লাহ হক বলেন, এলাকায় মশা নিধনে ফগার মেশিনে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। আমরা বাউশিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ডোবা, নালা, ঝোপঝাড় সব জায়গায় এই স্প্রে মারবো। যেখানে ডেঙ্গুর বিস্তার বেশি সেসব এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।
গজারিয়ায় ডেঙ্গু নিধনে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম চলমান
আগের পোস্ট