নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুবাই ফেরত তিন প্রবাসী ডাকাতের কবলে পড়ে সর্বস্ব লুট হওয়ার অভিযোগ করেছেন। গতকাল শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী সড়কে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা তাদের কাছ থেকে পাসপোর্ট, টিকিট, নগদ টাকা, স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল সেট ও অন্যান্য মালামালসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসী ফুয়াদ মিয়া গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী প্রবাসী ফুয়াদ, সোয়াব আলী, মোহাম্মদ আলী জানান, দীর্ঘ কয়েক বছর পর দুবাই থেকে ছুটিতে তারা দেশে আসেন। গতকাল শনিবার ভোর ৫টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বালুয়াকান্দি এলাকা অতিক্রম করার সময় একটি সাদা মাইক্রোবাস পিছন থেকে হেডলাইট জ্বালিয়ে ডিপার দিলে প্রাইভেটকারের চালক মহাসড়কের পাশে পার্কিং করে। এসময় দেশীয় অস্ত্র হাতে ৮/১০ জনের একটি ডাকাতদল সাদা মাইক্রোবাস থেকে নেমে তাদের গাড়িটি ঘেরাও করে ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা ভিসা লাগানো পাসপোর্ট টিকিট, নগদ টাকা, স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল সেট ও অন্যান্য মালামালসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। দুবাই প্রবাসী যাত্রীরা হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানার মৃত হাবিবুর রহমানের ছেলে ফুয়াদ, একই থানার মৃত শিকিম আলীর ছেলে সোয়াব আলী, অপরজন চাঁদপুর জেলার বাসিন্দা মোহাম্মদ আলী।
ডাকাতি হওয়া প্রাইভেটকারের চালক আমির হোসেন বলেন, সাদা মাইক্রোবাসটি আমার গাড়ির পিছন থেকে ইশারা দিলে আমি সাইট করি। আমি মনে করেছি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি। পরে ডাকাতদল যাত্রীদের ভয় দেখিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৪০ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। এ সড়কে চলাচল করার সময় রাতে ডাকাত আতঙ্কে থাকেন চালক ও যাত্রীরা। এ সড়কে প্রায়ই রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত চক্রের কবল থেকে রক্ষা পাচ্ছে না পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজি ও অটোরিকশার চালকেরা। তবে ডাকাতদের সবচেয়ে বেশি টার্গেট বিদেশ ফেরত গাড়ির উপর।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, দুবাই প্রবাস ফেরত তিন যাত্রীর গাড়িতে ছিনতাইয়ের একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গজারিয়ায় ডাকাতের কবলে তিন প্রবাস ফেরত, সর্বস্ব লুট
আগের পোস্ট