নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিজস্ব অর্থায়নে টেঙ্গারচর ইউনিয়নের এক হাজার ৫ শত অসহায়, দুস্থ, নিম্নআয়ের পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান এস এম সালাহউদ্দিন মাস্টার। গতকাল সোমবার সকালে প্রথম দফায় ইউপি চেয়ারম্যানের নিজ বাড়ি প্রাঙ্গণে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ৬ শতের অধিক পরিবারকে ঈদ সামগ্রী খাবার বিতরণ করা হয়। বিকেল তিনটায় ভাটেরচরসহ অন্যান্য ওয়ার্ডে ইউপি সদস্যদের উপস্থিতিতে ৯ শত পরিবারকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। ইউপি চেয়ারম্যান এস এম সালাহউদ্দিন জানান, নিজস্ব অর্থায়নে ব্যক্তি উদ্যোগে এলাকাবাসীর অসহায় সাধারণ মানুষের কল্যাণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ বিলিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর মধ্যে ইউপি সদস্য ও নিজস্ব স্বেচ্ছাসেবী কর্মীদের মাধ্যমে গ্রামভিত্তিক অসহায় ও নিম্নআয়ের তালিকা করে ১৫ শত পরিবারকে ঈদ সামগ্রী খাদ্য বিতরণ করা হচ্ছে। খাদ্যসামগ্রী বিতরণের প্যাকেটে রয়েছে তৈল, চিনি, আটা ও সেমাই।
গজারিয়ায় টেঙ্গারচর ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ
আগের পোস্ট