টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ করা হবে – নেকী খোকন
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে হাজার হাজার মানুষ আসা-যাওয়া করছে। ঘটে যেতে পারে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা। ভবেরচর ইউনিয়নের কাউনিয়াকান্দি ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজারও মানুষ। যেকোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। ব্রিজটির মাঝখানে গর্ত থাকায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়াও ব্রিজের দুইপাশের রেলিংগুলো নড়বড়ে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। এ ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ভবেরচর ইউনিয়ন সংযুক্ত ইমামপুর ইউনিয়ন-কাউনিয়াকান্দি, লক্ষ্মীপুর, হোগলাকান্দি, কালিপুরা, চৌদ্দকাহনিয়া, জস্টিতলা, করিমখা গ্রামের প্রায় হাজারও মানুষ যাতায়াত করেন। পাশাপাশি এই পথে মতলব-চাঁদপুরগামী অনেক মানুষের যাতায়াত রয়েছে। পুরনো ব্রিজ হওয়ায় অনেকদিন থেকেই ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এর মধ্যে নতুন করে ব্রিজের মাঝখানে বড় আকারের একটি গর্ত সৃষ্টি হয়েছে। এতে ব্রিজটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যেকোনো সময় ব্রিজটি খালের মধ্যে ধসে পড়তে পারে। কাউনিয়াকান্দি গ্রামের সোহেল রানা বলেন, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এর মাঝখানে বড় আকারের গর্ত হয়েছে। এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ ও যানবাহন চলাচল করছে। মটর সাইকেল চালক আরিফুল বলেন, ব্রিজটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে গাড়ি উঠলেই বুকটা থরথর করে কেঁপে ওঠে। এতে আমাদের মধ্যেও ভীতির সৃষ্টি হয়। দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজ নির্মাণের জন্য জনপ্রতিনিধি ও উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নেকী খোকন জানান, ভবেরচর ইউনিয়নের কাউনিয়াকান্দি ঝুঁকিপূর্ণ ব্রিজটি নতুনভাবে করতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মানুষের দুর্ভোগ লাঘবে খুব দ্রুতই এই সেতুর কাজ করা হবে। তবে কাউনিয়াকান্দি গ্রামের মানুষ চাচ্ছে দূর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ এই সেতুটির কাজ করা।
গজারিয়ায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে হাজার হাজার মানুষের চলাচল
আগের পোস্ট