নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় উপজেলার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ বেনজীর আহমেদ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিক্ষা অফিসার বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষা প্রতিষ্ঠানের এ্যাসাইনমেন্ট মূল্যায়ন, নম্বর প্রদান সংক্রান্ত, শিক্ষক, ছাত্রী উপস্থিতি ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন। ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার বিষয়টি দেখেন। এসময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পাশাপাশি শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সার্বিক বিষয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়টির ভূয়সী প্রশংসা করেন তিনি।
এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থাটা কিছুটা ব্যাহত হলেও সে পরিস্থিতি কেটে যাওয়ায় স্বাভাবিকভাবে চলছে সবকিছু।
এসময় অত্র বিদ্যালয়ের সভাপতি ও রূপালী ব্যাংক লিঃ এর ডিজিএম সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিকদার, সহকারী প্রধান শিক্ষিকা ফারজানা ইয়াসমিন, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
গজারিয়ায় জেলা শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন
আগের পোস্ট