নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় জিস্ট পলিটেকনিকে ট্রাভেলেটস অব বাংলাদেশ- ভ্রমণকন্যা কর্তৃক গৃহীত জেন্ডার ইকুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম (জীপ)- এর মুন্সীগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অবস্থিত গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিকের মিলনায়তনে বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া উচ্চ বিদ্যালয় এবং টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদরাসা ও জিস্ট পলিটেকনিক এর শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, ব্লাড-গ্রুপ ক্যাম্পেইন ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করে সংগঠনটি। সেই সাথে ইউএনডিপি কর্তৃক উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করে জীপ। এসময় আমন্ত্রিত বক্তারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ট্যুরিজম ও পরিবেশ, মেয়েদের স্বাস্থ্য ও পিরিয়ড, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ভালো স্পর্শ খারাপ স্পর্শ, মাদক এবং নিরাপদ সড়ক বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম বিষয়ে নানামুখী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিকের ইন্সট্রাক্টর সৈয়দ মোঃ শাকিল এর সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন সংগঠনের জেলার প্রাক্তন জেলা লিডার সাইফুল বিন বারী, মুন্সীগঞ্জ জেলার বর্তমান লিডার ফয়সাল আহ্ম্মেদ, সিনিয়র ভলান্টিয়ার সামিয়া আল মারিয়া। এছাড়াও সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সংগঠটির স্বেচ্ছাসেবকদের মধ্যে তানভীর সায়েম অনিক, সুরভি লাবণ্য, মোঃ মেহেদী হাসান, উম্মে হাবিবা সাদিয়া, মোঃ তানজির সায়েম অনিক, সুইটি আক্তার সুমাইয়া এবং আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিস্ট পলিটেকনিক এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ মামুন শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিকের ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রিফাত শিকদার, ইন্সট্রাক্টর সিভিল ইঞ্জিনিয়ার রহুল আমিন, ইন্সট্রাক্টর নন-টেক ওমর ফারুক, ইন্সট্রাক্টর কম্পিউটার ইঞ্জিনিয়ার আছিয়া আক্তার ও ইন্সট্রাক্টর নন-টেক ইতি আক্তার। প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন ও পরিচালনার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম এর সদস্যবৃন্দ ও গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির জিস্ট পলিটেকনিকের সকল পর্বের শিক্ষার্থীবৃন্দ।
ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা একটি ভ্রমণ সংগঠন যা ভ্রমণের মাধ্যমে নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে সারাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে। সংগঠনটির অন্যতম একটি প্রজেক্ট “নারীর চোখে বাংলাদেশ” ইতিপূর্বে বাংলাদেশের ৬৪ জেলার একটি করে স্কুলে মেয়েদের সাথে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা এবং আত্মরক্ষার কৌশল বিষয়ে ওয়ার্কশপের আয়োজন করে এসেছে। করোনা মহামারীকালীন সময় এই কার্যক্রম সাময়িক বন্ধ থাকার পর সংগঠনটি গত ১ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে তাদের নতুন প্রজেক্ট জেন্ডার ইকুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম (জীপ)- এর কার্যক্রম শুরু করে। জেন্ডার ইকুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম (জীপ) এর মূল লক্ষ্য হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১. ট্যুরিজম ও পরিবেশ ২. মেয়েদের মাসিক পিরিয়ড ৩. বাংলাদেশ ৪. ভালো স্পর্শ খারাপ স্পর্শ ৫. মাদক ৬. মুক্তিযুদ্ধ ৭. সড়ক নিরাপত্তা ৮. বাল্যবিবাহ এই ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা।
গজারিয়ায় জিস্ট পলিটেকনিকে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
আগের পোস্ট