নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মোহাম্মদ সাইদুর রহমান (৪৩), তার বাবা আঃ খালেক ঢালী (৭২), মা সালেহা বেগম (৬২) ও স্ত্রী রাকিবা আক্তার (২৮) এবং একই গ্রামের কামাল নকতির ছেলে কাউসার (২৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সাইদুর রহমানের পরিবারের সাথে প্রতিবেশী কামাল নকতি পরিবারের বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জায়গায় বালি ভরাটসহ বিভিন্ন কারণে গত কয়েক মাসে তাদের মধ্যে একাধিকবার ঝগড়াঝাঁটি হয়। সর্বশেষ গতকাল রবিবার দুপুরে গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষের ঘটনায় সাইদুর রহমান ও তার বাবাসহ তাদের পরিবারের চারজন আহত হয়। সংঘর্ষে অপরপক্ষ কামাল নকতির ছেলে কাউসার আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।
আহত সাইদুর রহমান বলেন, এটি সংঘর্ষ নয়, হামলা। প্রতিপক্ষ কামাল নকতির পরিবারের লোকজন পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। ছুরি দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আমাদের আহত করা হয়েছে।
এদিকে প্রতিপক্ষ কামাল নকতির ছেলে কাউসার পুরো ঘটনার জন্য সাইদুর রহমানকে দায়ী করেছেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ কামরুন্নাহার বলেন, আমাদের হাসপাতালে এখনো পর্যন্ত এই ঘটনায় আহত তিনজন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে আঃ খালেক ঢালী ও সাইদুর রহমানের গায়ে ছুরি জাতীয় কিছুর আঘাত রয়েছে। আহত আঃ খালেক ঢালীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর দুইজন সাইদুর রহমান ও সালেহা বেগমকে আমাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখবো। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।