নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার কাজী আশরাফুজ্জামান ফারুক ও তার স্ত্রী জেসমিন আক্তারের উপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় স্থানীয়রা তাকে ও তার স্ত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা যায়, গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর শাহ্পুর গ্রামে গত ২৮ জুলাই সকালে এ হামলার ঘটনাটি ঘটে। আহত কাজী আশরাফুজ্জামান বলেন, সকালবেলা আমি আমার গরুর ফার্মে কাজ করতে গেলে স্থানীয় সন্ত্রাসী জাকারিয়া মুন্সীর নির্দেশে তার চার ছেলে মুকুল বিজিবি, ইলিয়াস সেনা সদস্য, ইউসুফ ও অনিক সংঘবদ্ধভাবে আমার উপর হকিস্টিক, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে আমার স্ত্রী ছুটে আসলে তাকেও মারধর ও শ্লীলতাহানী করে লাঞ্চিত করে সন্ত্রাসীরা। তিনি আরও বলেন, হামলার ঘটনার পর স্থানীয় থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করেছি। কিন্তু অভিযোগটি এখনো পর্যন্ত মামলায় রূপান্তর করতে পারিনি।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে কাজী আশরাফুজ্জামানের স্ত্রী জেসমিন বলেন, এই ঘটনার পর আমরা আতঙ্কে আছি। মামলা রুজু না হওয়ায় নিরাপত্তা সঙ্কটে রয়েছি।
খোঁজ নিয়ে জানা যায়, জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এই হামলার শিকার হয়ে আহত হন ভিকটিম কাজী আশরাফুজ্জামান ফারুক ও তার স্ত্রী জেসমিন আক্তার।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান, এমন ঘটনার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে।
গজারিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে নিকাহ্ রেজিস্ট্রারের উপর অতর্কিত হামলা
আগের পোস্ট