নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় উত্তর ফুলদী গ্রামে ধানী জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামে গত শুক্রবার রাতে ধানী জমি সেচ দেওয়াকে কেন্দ্র করে শাহআলম (৪৫) ও আবুল বাশার (৫০) গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আবুল বাশার গ্রুপের মোঃ রনিকে শাহআলম গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় তার আর্তচিৎকারে তার মা রেখা বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার ওপরও হামলা করে তাকেও আহত করে। আহত দুইজনকে এলাকাবাসী উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত রনি বলেন, আমি ঘটনার কিছুই জানতাম না। রাস্তায় হৈ চৈ শুনে এগিয়ে গেলে আমার উপর অতর্কিত হামলা করে। এ ব্যাপারে গজারিয়া থানায় আবুল বাশার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
গজারিয়ায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২
আগের পোস্ট