নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় ৭৭৬তম কাব স্কাউট ইউনিটের লিডার বেসিক কোর্সের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস গজারিয়া উপজেলার ব্যবস্থাপনায় ও ঢাকা অঞ্চলের পরিচালনায় কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন, শহীদ নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ, উপজেলা স্কাউটস এর কাব লিডার মোঃ শামীম ইকবাল প্রমুখ।
জানা যায়, উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী থেকে আগত প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন।
গজারিয়ায় কাব স্কাউটস এর বেসিক কোর্সের উদ্বোধন
আগের পোস্ট