নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চরবলাকী কমিউনিটি ক্লিনিকে কর্মরত পরিবার কল্যাণ সহকারি নাছিমা খানমের বিরুদ্ধে ১৪ দিন অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। ভোগান্তিতে পড়ছে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ পেতে আসা একই এলাকার প্রায় ৫ হাজার নারী-পুরুষ।
গত শনিবার ১৪ মার্চ সরেজমিনে দেখা যায়, চরবলাকী কমিউনিটি ক্লিনিকে পরিবার কল্যাণ সহকারি পদে কর্মরত নাছিমা খানম চলতি মাসে একদিনও উপস্থিত নেই।
স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ নিতে এসে একই এলাকার শাহনাজ, তাসলিমা, সাজেদা বেগমসহ ৮ থেকে ১০ জন অভিযোগে জানান, ৫ হাজার নারী পুরুষ এ ক্লিনিকের চিকিৎসাধীন। চিকিৎসা কেন্দ্রে মহিলা ডাক্তার উপস্থিত না থাকায় চিকিৎসা ও পরামর্শ পেতে ভোগান্তিতে আছেন হাজার হাজার মা-বোন। একই কেন্দ্রে কর্মরত স্বাস্থ্য সহকারি আব্দুল হালিম জানান, নাছিমা খানম অনুপস্থিত থাকায় কিছু ঔষধ তার কাছে দেয়া আছে। কেউ চাইলে তাদের পিল বা কন্ডম দেয়া হয়।
অভিযুক্ত নাছিমা খানম জানান, গত শনিবার ইউনিয়ন পরিষদে পাক্ষিক সভায় ছিলেন। হাম রোবেলা প্রোগ্রামে কাজ করেছেন। চলতি মাসে ২ থেকে ৩ দিন কর্মস্থলে উপস্থিত হলেও হাজিরা খাতায় স্বাক্ষর করা হয় নাই।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহিম আহমেদ জানান, খোঁজ নিয়ে সত্য প্রমাণিত হলে শোকজ নোটিশ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গজারিয়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী না থাকার অভিযোগ, স্বাস্থ্যসেবায় ভোগান্তি
আগের পোস্ট