নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় সাব রেজিষ্টার অফিসে কঠোর লকডাউনের মধ্যেও দলিল দাতা ও গ্রহীতাদের উপচে পড়া ভীড়, স্বাস্থ্যবিধি উপেক্ষিত। গতকাল বুধবার বেলা ১১টা থেকে উপজেলা সাব রেজিষ্টার অফিসে ছিল উপচে পড়া ভীড়। দীর্ঘ প্রায় একমাস যাবৎ উপজেলা সাব রেজিষ্টার আফসানা বেগমের ছুটিজনিত ও অন্যান্য কারণে অসংখ্য রেজিষ্ট্রি বন্ধ থাকায় একদিনের দায়িত্ব দিয়ে টঙ্গীবাড়ী সাব রেজিষ্টার স্বপন কুমার দে কে গজারিয়া প্রেরণ করেন। এই সুযোগে জমে থাকা জমি রেজিষ্ট্রি করানোর জন্য দিনভর ছিল লোকজনের ভীড়। সরেজমিনে সন্ধ্যা ৭টায় দেখা যায়, দিন শেষেও দলিল দাতা ও গ্রহীতাদের ভীড়। যাদের মুখে ছিল না মাস্ক, ছিল না সামাজিক দূরত্বের বালাই। সাংবাদিকদের দেখে ভিতরে যেতে বাঁধা প্রদান করেন স্থানীয় একটি দালাল চক্র। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সাব রেজিষ্টার স্বপন কুমার দে বলেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দায়িত্ব পালন করছি। দলিল দাতা ও গ্রহীতাগণের স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জন্য পাঁচবার রেজিষ্ট্রি বন্ধ রেখেছি। এ বিষয়ে তিনি অসহায়ত্বের কথা বলেন।