নিজস্ব প্রতিবেদক
গত সোমবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের আনোয়ার আলী প্রধানের ছেলে শাহপরানের পাঁচটি গরু চুরির অভিযোগ উঠেছে। গরুর মালিক শাহপরানের ভাই শাহ কামাল জানান, কালো ধুসর রং এর ২টা গরুর কপালে সাদা চান্দা আছে। ৫টা গরুর মধ্যে ৩টার পেটে বাচ্চা আছে। ৫টা গরুর গায়ের রংই কালো। মাথায় এবং পায়ে হালকা সাদা আছে। গরুগুলোর আনুমানিক মূল্য ৬ থেকে ৭ লক্ষ টাকা হবে। এ বিষয়ে গজারিয়া থানার ডিউটি অফিসার জানান, থানায় এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
গজারিয়ায় এক পরিবারের ৫টি গরু চুরির অভিযোগ উঠেছে
আগের পোস্ট