নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও ভবেরচর ইউনিয়নের একাধিক গ্রামে ৩ শত নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিজ গাড়িতে করে পৌঁছে দিলেন এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশিদ। এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চিনি সেমাইসহ অন্যান্য খাদ্যদ্রব্য। প্রকৌশলী মামুনুর রশিদ জানান, এ পর্যন্ত ১১শত পরিবারের মাঝে নিজ গাড়িতে করে তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়েছেন। এছাড়াও গজারিয়া উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষাধিক টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রকৌশলী মামুনুর রশিদ।